পোরশায় তিন ডাকাত সদস্য গ্রেফতার

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ২৪ অক্টোবর, ২০২৫, ০৫:২১ পিএম | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৫:২১ পিএম
পোরশায় তিন ডাকাত সদস্য গ্রেফতার

নওগাঁর পোরশায় ডাকাতী মামলায় তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নজেরপুর গ্রামের মৃত ভুলু মন্ডলের ছেলে রফজুল(৫৩), শিবগঞ্জ উপজেলার সেলিমাবাবাদ নগর গ্রামের মৃত কান্তু মন্ডলের ছেলে সুজন আলী(২৯) ও টিকরী তানিয়ারপুর গ্রামের শুকু উদ্দিনের ছেলে বাইরুল ইসলাম(৩০)। গ্রেফতারকৃতদের ব্যাপারে পোরশা থানায় ডাকাতী মামলা রয়েছে। থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সরাইগাছি-আড্ডা সড়কের মোশানতলা ও বেজোড়া মোড়ের ১৯ দোকান ডাকাতীর ঘটনায় এপর্যন্ত ১২জনকে ডাকাত সদস্য আটক করা হয়েছে। তারা সকলেই সক্রিয় ডাকাত দলের সদস্য। এদের সাথে আরো সদস্য রয়েছে তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে।

আপনার জেলার সংবাদ পড়তে