জঙ্গিবাদ বিরোধী বক্তব্য দেওয়ায় খতিব মহিবুল্লাহকে গাজীপুর থেকে অপহরণ, দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি ও দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে এর প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদি জনতা। শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে৷
জুম্মার নামাজ শেষে আশ পাশের মসজিদ থেকে জনতা দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়। সেখান থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আব্দুর রশীদ ওয়াহেদীর সভাপতিত্বে, মাওলানা তোফাজ্জল হক রশিদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, হেফাজতে ইসলামের নেতা মুফতি ওবায়দুল্লাহ মুহিউদ্দিন, মুফতি মো. হেলাল উদ্দিন, মুফতি শামীম হাবিবি, মুফতি মুহাম্মদ ইসমাইল, মাওলানা জহিরুল হক , মুফতি নূর মোহাম্মদ সাইফি, মাওলানা ওয়েসকুরনী, মুফতি মাওলানা কামাল উদ্দিন জাফরী, মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ, কারী কাওসার আহমেদ প্রমুখ।
বক্তাগণ বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। গাজীপুরে ১৩ বছরের মুসলিম কিশোরীকে ধর্ষণ, ইমাম সাহেব গুম, আলিফ হত্যা, বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রীশান্ত রায়সহ সকল খুনি ও ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। সেই সাথে সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবী জানান।