কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:৪৬ পিএম
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে বাড়ি সামনে খেলা করার সময় বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। এলাকায় শোকের ছাঁয়া।শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলা দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর  এলাকায় এই দুঃঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের মাইন্না বাড়ির আবুল কালামের ছেলে মিশকাত (৫), মাসুক মিয়ার ছেলে মাহিন (৬) ও সাত্তার মিয়ার ছেলে তানিল মিয়া (৫)। 

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে    আলীনগর পশ্চিম পাড়া মাইন্না বাড়ির তানিল, মাহিন ও মিশকাত এই তিন শিশু মিলে বাড়ির সামনে খেলা করছিলো। হঠাৎ সবার অজান্তে তিন শিশু পানিতে পড়ে ডুবে যায়। 

দির্ঘ্য সময় শিশুদের দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে, বাড়ি সংলগ্ন উত্তর দিকের বিলের পানিতে খোঁজতে গিয়ে মিশকাত ও মাহিনকে উদ্ধার করে, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ঘটনাস্থল থেকে তানিল (৫) এর মরদেহ উদ্ধার করে।

এই বিষয়ে মাহিনের চাচা মোবারক হোসেন বলেন, প্রতিদিনের মতো ওরা তিন শিশু খেলাধুলা করছিলো। কিন্তু, কখন যে বিলের পানিতে ডুবে গেল কেউ বুঝেনি। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পানিতে প্রথমে দুজন, পরে অন্য জনকে পাওয়া যায়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন, দেওঘর ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, দুঃখজনক খবর একই বাড়ির তিনটা শিশুী মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে