পাবনার চাটমোহর পৌর সদরের একাধিক ওয়ার্কশপে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় এসকল চুরি সংঘটিত হয়। চোর পৌর সদরের বালুচর এলাকার মিজানুর রহমানের ওয়ার্কশপ,একই এলাকার (উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে) সোহেল রানার ওয়ার্কশপে,জিরো পয়েন্ট এলাকার মাজদুলের ওয়ার্কশপে ও পাঠানপাড়া এলাকার রব্বানের ওয়ার্কশপের তালা কেটে ভেতরে প্রবেশ করে। চোর একাধিক তামার ঝালাই মেশিন,মূল্যবান তার ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। ওয়ার্কশপ মালিক মিজানুর রহমান জানান,ওয়ার্কশপে কাজ করে রাতে বাড়ি চলে যাই। সকালের এলাকার লোজন ফোনে জানান দোকানে চুরির বিষয়। এতে তার ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নংন কুমার সরকার জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে সব এলাকায় চুরি হয়েছে,সে সকল স্থানে কোন নৈশপ্রহরী নেই। নেই সিসিটিভিও। আমরা চোর সনাক্ত করাসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করছি।