দিনাজপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মাইনুল আলম

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৪:১২ পিএম
দিনাজপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মাইনুল আলম

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর সদর উপজেলার রাজারামপুর গাবুড়া মাঠে শেখপুরা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে দিনাজপুর সদর উপজেলার রাজারামপুর গাবুড়া মাঠে আয়োজিত মরহুম মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং শেখপুরা ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মো. শফিউল্লাহ প্রমুখ। 

প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার জামায়াতে ইসলামীর সভাপতি মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. আজীম চৌধুরী, ইউনিয়ন আমির মো. আমানুল্লাহ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন শেখপুরা ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক মো. রাকিব ইসলাম রকি।

প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম বলেন, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে সমাজ হবে অবক্ষয়মুক্ত সুন্দর সমাজ। খেলাধুলা চর্চ্চা করতে পারলে যুবকদের মন ও জ্ঞানের বিকাশ ঘটবে। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনজাপুর-৩ সদর আসনে জয়লাভ করতে পারলে এই ঐতিহাসিক গাবুড়া মাঠকে একটি মিনি স্টেডিয়ামে রুপান্তর করবো। উদ্বোধনী খেলায় দিনাজপুর শশরা ইউনিয়নের তারেক একাডেমি ১-০ গোলে বীরগঞ্জ দলুয়া সমাজ কল্যাণ সমিতিকে পরাজিত করে। 

রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মো. মতিউর রহমান মতি এবং সহকারী রেফারী ছিলেন সারোয়ার জামান ও সুজন হোসেন। খেলার ধারা ভাষ্য বর্ণনা করেন মো. রিয়াজুল ইসলাম। আগামী ৭ নভেম্বর বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে