আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নির্বাহী কমিটির সদস্য ইকবাল

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৪:২৫ পিএম
আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নির্বাহী কমিটির সদস্য ইকবাল

শুক্রবার বিকেলে নিকলী কলেজ মাঠে আরাফাত রহমান কোকোর ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, আজ নিকলী হাওর অধ্যুষিত উপজেলা। সেই উপজেলায় অন্যান্য উপজেলার চেয়ে খেলাধুলায় পিছিয়ে নেই। জাতীয়ভাবে এই ঐতিহ্যবাহী নিকলী উপজেলার বিভিন্ন খেলোয়ার ঢাকা গিয়ে ট্রেনিং নিচ্ছেন। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের আমলে নিকলী উপজেলা সবদিক থেকে পিছিয়ে ছিল। এখন আর পিছিয়ে নেই। এখন সময় এসেছে খেলাধুলাসহ নিকলী উপজেলার বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের সময় এসেছে। আগামী ১২ই  ফেব্রুয়ারী ত্রয়োদশ নির্বাচনে আমাকে বিজয়ী করলে অবশ্যই নিকলীর উন্নয়ন শতভাগ হবে বলে উল্লেখ করেন। এসময় বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাপস সাহা অপু,  সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন। অনুষ্ঠানটি সভাপত্বি করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে