অপকর্মে বাঁধা দেওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৪:২৭ পিএম
অপকর্মে বাঁধা দেওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার

মাদকসেবীর অপকর্মের বাঁধার কারন হওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার।

শনিবার দুপুরে সরেজমনি ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ৫ আগষ্টের পর থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে ভুরঘাটা এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিলো স্থানীয় দিদার ফকির। তার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়া, মাদক সেবন ও ব্যবসা এবং অন্যের দোকান বন্ধ করে দেওয়ার মত অভিযোগ রয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিলো। যে কারনে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যান বিষয়ক সম্পাদক গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার বাসিন্দা এনাম তালুকদার স্থানীয়দের ঐক্যবদ্ধ করে দিদারের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এ ঘটনায় এনাম তালুকদারের ওপর ক্ষিপ্ত হয় দিদার। এনিয়ে এনাম ও দিদারের মধ্যে বিরোধ চলে আসছো।

বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যান বিষয়ক সম্পাদক এনাম তালুকদার অভিযোগ করে বলেন, আমার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা দিদার ফকিরের অপকর্মে বাঁধা দেওয়ায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার সকালে দিদারের বোনের সাথে আমার স্ত্রী ও ভাবীর সাথে ঝগড়া হয়। পরবর্তীতে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ তুলে অপপ্রচার চালায় দিদারের বোন। 

এবিষয়ে জানতে দিদার ফকিরের বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ পাওয়া যায়। এমনকি ফোন নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে দিদার ফকিরের বোন বলেন, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে মারধর করা হয়েছে। এঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে