সবার উপরে ধানের শীষ ঐক্যের বিকল্প নেই: সোবহান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৪:২৯ পিএম
সবার উপরে ধানের শীষ ঐক্যের বিকল্প নেই: সোবহান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের সালাম প্রত্যেক ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ধানের শীষের বিজয় সু-নিশ্চিত করতে দলের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যের কোন বিকল্প নেই। কারণ দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের সুফল ভোগ করতে হলে ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

কথাগুলো বলেছেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে নির্বাচনী এলাকার গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ওয়ান ইলেভেনের পরীক্ষিত ক্লিন ইমেজের নেতা হিসেবে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-আমার নেতা তারেক রহমানের নির্দেশ দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সেক্ষেত্রে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে ময়দানে কাজ করতে হবে।

বিগত পতিত সরকারের সময় একাধিকবার হামলা ও অসংখ্য মামলায় দীর্ঘদিন কারাভোগ করেও নেতাকর্মীদের নিয়ে রাজপথে সরব থাকা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-নিজ দলের নেতাকর্মীদের সাথে কারো কোন ভুল বোঝাবুঝি থাকলে তা ভুলে গিয়ে একযোগে ধানের শীষের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে তা সর্বস্তরের ভোটারদের বোঝাতে হবে। তিনি আরও বলেন-চাঁদাবাজ, দখলবাজ ও মাদক বিক্রেতাদের আশ্রয় প্রশয়দাতা এবং দলের সাথে বেঈমানী করা বিশ্বাস ঘাতকদের বয়কট করতে হবে। সকলকে মনে রাখতে হবে কোন নেতার জন্য নয়; সবার উপরে ধানের শীষ, সেই লক্ষ্য নিয়ে সকলকে কাজ করতে হবে। গৌরনদী উপজেলার টরকী বন্দরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলীয় নেতাকর্মীদের নিয়ে শনিবার (২৫ অক্টোবর) দিনভর নির্বাচনী এলাকার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের বিভিন্ন হাট ও বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে