দৌলতপুর ভূরকা পাড়ায় বিএনপির কর্মী সম্মেলন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৫:২০ পিএম
দৌলতপুর ভূরকা পাড়ায় বিএনপির কর্মী সম্মেলন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভূরকাপাড়া গ্রামে ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ভুরকাপাড়া গ্রামে ৪ নং মরিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মাহাবুল বিশ্বাস এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি  দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান যেহেতু আমাকে ফোন করে বলেছেন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে সেহেতু বসে থাকার সময় নেই আপনারা সকলেই মাঠে নেমে যান চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া বন্ধ করুন ,মহিলা কর্মীদের মাঠে নামান ,  মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন মানুষের মাঝে রাষ্ট্র মেরামতে ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে জানাতে হবে ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ করতে যাচ্ছেন, কেমন হবে রাষ্ট্র কাঠামো। 

জনাব বাচ্চু মোল্লা বলেন, নিজেদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি থাকলে ভুল বোঝাবুঝি নিরসন করে ধানের শীষ প্রতীকেকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী করে জনাব তারেক রহমানকে দৌলতপুরের আসনটি উপহার দিতে এখন থেকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

মরিচা ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন রোধে করনীয় উল্লেখ করে জনাব বাচ্চু মোল্লা বলেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি সর্বপ্রথমে এই মরিচা ইউনিয়নের নদী ভাঙ্গন রোধে যা যা করণীয় তা করব ইনশাআল্লাহ।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, থানা বিএনপির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান লস্কর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, মরিচা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মরিচা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ফরাজী, বিএনপি নেতা  মেঃ মাহবুব রহমান,আতর ফরাজী, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে