বগুড়ায় প্রযুক্তিনির্ভর নতুন প্রতিষ্ঠান ডিভাইস মাস্টার বিডির উদ্বোধন

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৫:২২ পিএম
বগুড়ায় প্রযুক্তিনির্ভর নতুন প্রতিষ্ঠান ডিভাইস মাস্টার বিডির উদ্বোধন

বগুড়ায় প্রযুক্তিনির্ভর নতুন প্রতিষ্ঠান ডিভাইস মাস্টার বিডির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায়। শহরের বিআরটিসি শপিং সেন্টারের দ্বিতীয় তলায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বর্তমান বিশ্বে প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে সেই বাস্তবতাকে সামনে রেখেই ডিভাইস মাস্টার বিডি তাদের কার্যক্রম শুরু করেছে। এখানে মোবাইল, ল্যাপটপ, ট্যাবসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের হার্ডওয়্যার ও সফটওয়্যার সার্ভিসিং প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন এবং যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির রেফারেন্স পাওয়ার সুযোগও থাকবে। ফলে প্রযুক্তি খাতে আগ্রহী বেকার তরুণদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা খালিদ মাহমুদ অনিক বলেন, দেশের বেকারত্ব দূর করতে এবং তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শুধু প্রশিক্ষণ দিচ্ছি না, বাস্তব দক্ষতা তৈরি করছি যাতে কেউ প্রশিক্ষণ শেষে বেকার না থাকে। আমাদের লক্ষ্য, দক্ষ যুবক ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়ে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসি শপিং কমপ্লেক্সের পরিচালক সরকার বাদলসহ স্থানীয় ব্যবসায়ী ও প্রযুক্তিপ্রেমী তরুণ উদ্যোক্তারা। তারা বলেন, এই উদ্যোগ বগুড়ায় প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষ জনশক্তি তৈরিতে অনুকরণীয় ভূমিকা রাখবে।

প্রযুক্তি ও প্রশিক্ষণনির্ভর এই প্রতিষ্ঠানটি বগুড়া অঞ্চলে নতুন আশার আলো জ্বালাবে বলে প্রত্যাশা করছেন সচেতন মহল। তরুণদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে বাস্তব দক্ষ জনশক্তি গড়ে তুলতে “ডিভাইস মাস্টার বিডি”হয়ে উঠতে পারে বেকারত্ব নিরসনের এক অনন্য মডেল উদ্যোগ।

আপনার জেলার সংবাদ পড়তে