বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে একটি দারসুল কুরআন ও ফ্রি কুরআন বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ কাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া। কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা ফজলুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা সহ ছাত্রশিবিরের বিভিন্ন নেতা-কর্মী এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত হয়ে কুরআনের আলোচনা শোনেন এবং ফ্রি কুরআন বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা কুরআনের শিক্ষা ও তার প্রয়োগের উপর আলোকপাত করেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যুবসমাজকে কুরআনের আলোয় আলোকিত করার লক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের এ উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।