বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে মতবিনিময় সভা অনুষ্ঠি হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল-১৫১) আসনের ধানের শীষের মনোননয়ন প্রত্যাশী ও ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন।
বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপি সাবকে সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, সাখুয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মতিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ চানু মিয়া, বিএনপি নেতা মুশফিকুর রহমান মানিক প্রমূখ।