নারীর ক্ষমতায়ন ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়: সেলিমা রহমান

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:২৯ পিএম
নারীর ক্ষমতায়ন ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়: সেলিমা রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, নারীর ক্ষমতায়ন ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন, নারীর অধিকার, নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং রাষ্ট্র পরিচালনায় সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নীতিনির্ধারণী পর্যায়ে নারীর ভূমিকা আরও বাড়াতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বিষয়ে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার নারীর নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন, আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা মহিলা দলের সাবেক সহসভাপতি কুলসুম বেগম এবং সঞ্চালনায় ছিলেন মহিলা দল নেত্রী কাকুলি আক্তার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইসরত হোসেন কচি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভিপি লিপন, মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মহসিন আলম এবং বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন।

এ ছাড়া বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক স্থানীয় নারী সমাবেশে অংশ নেন।

বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে