৩১ দফা রাষ্ট্র পরিচালনার সনদ হিসেবে জনগণ গ্রহণ করেছে: কামরুল

এফএনএস (আবুল কাশেম মোঃ মহিম; সুনামগঞ্জ) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:৩২ পিএম
৩১ দফা রাষ্ট্র পরিচালনার সনদ হিসেবে জনগণ গ্রহণ করেছে: কামরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

সমাবেশে বক্তৃতাকালে কামরুজ্জামান কামরুল বলেন, “আগামীর গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশের নেতা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলে জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।” তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “আমি নিজের জন্য নয়, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে এসেছি। আগামী নির্বাচনে যিনি ধানের শীষের প্রার্থী হবেন, আমরা সকলেই তার পাশে থাকব।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র পরিচালনার সনদ হিসেবে জনগণ গ্রহণ করেছে। স্বৈরাচার সরকারের পতনের পর দেশকে নতুনভাবে গঠনে বিএনপির কোনো বিকল্প নেই। ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র ও নির্বাচনের পথে বাধা দিতে চায়, কিন্তু জনগণের জাগরণের মুখে তাদের ষড়যন্ত্র সফল হবে না।”

জনসভা প্রসঙ্গে কামরুল বলেন, “আমার কোনো লবি বা অর্থ নেই-জনগণই আমার শক্তি। কর্মীদের দেওয়া অর্থেই আজকের সভার ব্যয় নির্বাহ করা হয়েছে। জনগণের এই ভালোবাসার প্রতিদান আমি উন্নয়নের মাধ্যমে দিতে চাই। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে সাচনাবাজার-জামালগঞ্জে সুরমা নদীর ওপর একটি সেতু নির্মাণ।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার এবং সঞ্চালনা করেন সদস্য জুলফিকার চৌধুরী রানা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান, তাহিরপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হকসহ অন্যরা।বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে