আগামীকাল শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এফএফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:৫৫ পিএম
আগামীকাল শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী প্রচারণার সময় দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল রোববার জামায়াতের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে  জামায়াতের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। বিক্ষোভ মিছিলটি বিকাল ৪ টায় শহরের খোয়ারপাড় মোড় থেকে শুরু হয়ে  থানা মোড়ে গিয়ে শেষ হবে। এরপর সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে