কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা): | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:৫৭ পিএম
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

সাতক্ষীরার কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় রিপোর্টার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করা হয়। 

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কর্মশালা উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাইনুল ইসলাম খান।

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণ করেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মো: শের আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, মোল্লা আব্দুস সালাম, আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, আব্দুল মাজিদ, আবু বক্কর সিদ্দীক, এনামুল হক এনাম, আবু হোসাইন, মীম ইসলাম, মো: আলাউদ্দিন, তাজুল হাসান সাদ প্রমুখ। 

দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক পত্রদূত এর বার্তা সম্পাদক সহকারী শিক্ষক মো: শহিদুল ইসলাম ও সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান সরদার।

প্রশিক্ষণ শেষে বেলা ৪টায় গণমাধ্যমকর্মীরা কাঁকশিয়ালী ও ইছামতী নদীতে আনন্দমুখর পরিবেশে নৌকা ভ্রমণে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে