বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
জনসভা শুরুর সময় কর্মীরা ফুল ও টাকার মালা পরিয়ে দেন কামরুজ্জামান কামরুলকে। এ সময় একটি মালায় ১০ লাখ টাকার একটি চেকও দেখা যায়, যা কর্মীরা উপহার হিসেবে প্রদান করেন। উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে এ ভালোবাসা প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কামরুল বলেন, “৩০ বছর যাবত মানুষের জন্য রাজনীতি করছি। ৯০ দশকে ছাত্রদলের সভাপতি থাকাকালীন সময়ে আমার নামে ২৭টি রাজনৈতিক মামলা ছিল। মামলা, হামলা ও হুলিয়ার মধ্য দিয়েই আমি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। মামলার আসামি হয়েও আমি কর্মীদের সঙ্গে রাজপথে থেকেছি।”
তিনি আরও বলেন, “আমার কোনো লবি বা অর্থ নেই-জনগণই আমার শক্তি। আজকে যে কর্মী ১০ লাখ টাকার চেক দিয়েছেন, তাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা ৭ জন ধানের শীষের জন্য কাজ করছি। কথা দিচ্ছি, যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন, সবাই মিলে কাজ করে এ আসন বেগম খালেদা জিয়াকে উপহার দেবো।”