পাহাড়ি জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৭ বিজিবি মারিশ্যা জোন।
রোববার গভীর রাতে সীমান্ত সড়কে মোটরসাইকেল যোগে ভারতীয় সিগারেট আসার খবরে বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ'র নির্দেশে ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন বিজিবি।
এসময় সড়কে দ্রুতগতিতে এগিয়ে আসা একটি মোটরসাইকেলকে ওঁৎ পেতে থাকা বিজিবি সদস্যদের দেখে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ১০০ কার্টুন ভারতীয় মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ পঞ্চাশ হাজার টাকা।
ভারতীয় অবৈধ সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করে মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স, অবৈধ মালামাল জব্দে অভিযান নিয়মিত ভাবে চলবে।