ভাঙ্গুড়ায় ছাত্রশিবিরের সীরাত পাঠ প্রতিযোগিতা

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ পিএম
ভাঙ্গুড়ায় ছাত্রশিবিরের সীরাত পাঠ প্রতিযোগিতা

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৩০ জনকে বই ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি (তরবিয়াত) ও পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগার।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোন্নাফ হোসাইন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বাদশা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, একমাত্র রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তাই এই সমাজ ও রাষ্ট্রে রাসুল (সা.) এর আদর্শ বাস্তবায়ন করতে পারলে দেশে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।”

এ সময় প্রভাষক আমিরুল ইসলাম রতন, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার,পাবনা শহর শাখা শিবিরের সভাপতি গোলাম রহমান জয়, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে