রাজশাহী নগরীতে দিনের বেলায় এক কলেজ শিক্ষার্থীর স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী।রোববার (২৬ অক্টোবর) রাজশাহীর জনবহুল রেলগেট এলাকায় এলাকায় স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তার বাসা রাজশাহী নগরীর শিরোইল কলোনিতে। তিনি চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির মেয়ে।
জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১ টার সময় বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন কলেজ শিক্ষার্থী। তাকে বহনকারী রিক্সা রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি ওই শিক্ষার্থীর গলায় টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়।
ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়নি।
রেলগেটের মতো ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় চলাচলকারীরা ক্ষোভ ঝাড়েন। ছিনতাই ঘটনার আশেপাশে সিসি ক্যামেরা না থাকায় অনেকে বিরক্ত হয়ে নানা ধরনের সমালোচনা করতে দেখা গেছে।
ছিনতাই ঘটনা শিকার ওই শিক্ষার্থীর বাবা বিএনপি নেতা মনিরুল ইসলাম জনি জানান দিনে দুপুরের ছিনতাই এভাবে মেনে নেওয়া যায় না। সিসি ক্যামেরা গুলো আর কাজ করছে না অনেক এলাকায়। আজকে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হলো। যেকোনো সময় যেকোনো কারো সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থেকে যাচ্ছে।
প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলেন পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে।
নগরবাসী ও শহরে আসা সাধারণ মানুষ চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।ছিনতাইয়ের ঘটনায় তিনি সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানার পর পরই তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা আশা করছি খুব দ্রুতই অপরাধীকে ধরতে পারবো। সেখানে সিসিটিভির ক্যামেরাগুলো অকার্যকর থাকায় একটু বিলম্বিত হতে পারে অপরাধীকে শনাক্ত করতে।