ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিভাগীয় কর্মশালা

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০২:২৩ পিএম
ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিভাগীয় কর্মশালা

“এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে টিকা গ্রহনের হার সারা দেশের মধ্যে সর্বোচ্চ যা ৯৫ শতাংশের বেশি।” এ বিভাগে টিকা গ্রহনের হার শীঘ্রই শতভাগ হবে। টাইফয়েড টিকাদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫”শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এ তথ্য প্রকাশ করেছেন প্রকল্প পরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ ঊল আলম।

টাইফয়েড টিকাদানে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মী, পেশাজীবীদের সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে আজ রোববার সকালে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম”প্রকল্পের আওতায় এক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশিনার (সার্বিক) তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আলতাফ হোসাইন, ময়মনসিঙহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরামসহ  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, জেলা তথ্য কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৮০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে