মাধবপুরে ৭৮কেজি গাঁজা ও ৪৭ বোতল মদ উদ্ধার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৩:০৭ পিএম
মাধবপুরে ৭৮কেজি গাঁজা ও ৪৭ বোতল মদ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোররাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র অধীন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়েমাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-রোববার ভোররাতে বিজিবি তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল তেলিয়াপাড়া এলাকার একটি ঝোপঝাড়ে অভিযান চালিয়ে ৭৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তাছাড়া হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র দুটি দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুর খান ও গুটিবাড়ী বিওপির টহল দল পৃথক দুটি অভিযান চালিয়ে  কেজি ভারতীয় গাঁজা ও বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেলতানজিলুর রহমান বলেনযে কোন ধরনের মাদক পাচারকারী ও চোরাকারবারীদের বিরুদ্ধেহবিগঞ্জ বিজিবি শক্ত ভ’মিকার পালন করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে