লৌহজংয়ের লোকালয়ে কুমির আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৩:১৭ পিএম
লৌহজংয়ের লোকালয়ে কুমির আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা তীরবর্তী এলাকায় লোকালয়ে ঢ়ুকে পড়েছে কুমির। আতঙ্ক দেখা দিয়েছে পদ্মা তীরবর্তী বসবাসরত মানুষের মধ্যে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে এ আতঙ্ক বিরাজ করছে। নদী থেকে রাতের আঁধারে পদ্মা তীরবর্তী লোকালয়ে কুমির উঠে আসায় আতঙ্কিত পদ্মাপাড়ের বাসিন্দারা।

লৌহজং উপজেলার পদ্মা নদী তীরবর্তী শামুরবাড়ি গ্রামের বাসিন্দাদের দাবি পুকুর পাড়ে দুটি কুমির দেখেছেন তারা এতে আতঙ্কের মধ্যে দিন পার করছেন। এদিকে কুমির দেখতে পুকুর পারে ভিড় করছে স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার মানুষ। 

প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, কুমিরটি প্রায় ৬ ফুটের মতো লম্বা।

স্থানীয় মো. হায়াত হোসেন খানের ছেলে মো. টগর খান বলেন, শুক্রবার দিনগত রাত ১টার দিকে পথচারী মো. রানা ওরফে মধু এই পথ দিয়ে যাওয়ার সময় পুকুর পাড় গোয়াল ঘরের নিকটে কুমিরটি দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে আশ পাশের লোকজন ডাকলে স্থানীয় বাসিন্দারা কুমির দেখতে পায়। টর্চ লাইটের আলোতে কুমিরের ছবি তুলতে গেলে কুমিরটি পুকুরে চলে যায় ।

স্থানীয় বাসিন্দা মৃত মো. রুহুল আমিন খানের স্ত্রী সেলিনা বেগম জানান, রাতে ডাক চিৎকার শুনে এসে পুকুর পাড় গোয়াল ঘরের পাশে কুমিরটি দেখতে পাই। 

শব্দ পেয়ে কুমিরটি পুকুরে চলে যাওয়ায় আমরা ছবি তুলতে পারি নাই । এলাকাবাসী এই কুমিরকে উদ্ধার করে নিরাপদে দ্রুত সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, বন বিভাগের মাধ্যমে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে