কয়রায় উপজেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী অংশীদারদের সাথে জলবায়ু সহনশীল অনুশীলনের গুরত্ব বিষয়ক কর্মশালা ২৬ অক্টােবর ( রােববার) বেলা ১১ টায় বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন বাংলাদেশর সহযােগিতায় এবং উত্তরণের এক্সসেস প্রকল্প এ কর্মশালার আয়ােজন করে। উত্তরণের এক্সসেস প্রকল্পের কয়রা উপজেলা কাে-অডিনেটর ফয়সাল মন্ডলের সভাপতিত্বে ও প্রকল্পের কৃষি লাইফলিহুড কর্মকর্তা এনামুল হকের সঞ্চলনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রানী সম্পদ অফিসার শুভ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মামুনর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পল্লি উন্নয়ন কর্মকর্তা সঞ্জর কুমার সরকার । অন্যান্যদের মধ্যে কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন, উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সহ সভাপতি আনােয়ার হােসেন প্রমুখ । সার্বিক তত্ত্বাবধানে এক্সসেস প্রকল্পের আরাফাত হােসেন ও সখিনা পারভিন প্রমুখ। কর্মশালায় বিজ ও সার ব্যবসায়ী, কাঁকড়া চাষী, ঔষধ কােম্পানী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশগ্রহন করেন।