মাদারীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৪:৩৮ পিএম
মাদারীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

যাত্রীবাহী একটি ফিটনেস বিহীন লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাদারীপুর-মস্তফাপুর আন্তঃজেলা সড়কের পাশের পুকুরে পড়ে।  এতে  ঘটনাস্থলে এক নারী নিহত ও প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।  আজ রোববার ২৬ অক্টোবর ২০২৫ইং বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর বাসস্ট্যান্ড থেকে টেকেরহাটগামী নরসিংদী জ-১১-০০৭৬ নম্বরের  একটি যাত্রীবাহী ফিটনেস বিহীন লোকাল বাস মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের উকিলবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আমেনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। বাসে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছে।  নিহত আমেনা বেগম এর বাড়ী মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে। আমেনা বেগম এর মৃত্যুতে পরিবার ও এলাকার লোকজন  শোকাহত। আহতদের পরিচয় এখনও পুলিশ নিশ্চিত  হতে পারে নাই। 

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আদেল হোসেন জানান, লোকাল বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে আমেনা বেগম নামে এক নারী নিহত হয়েছে এবং বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছে। ঘটনা তদন্ত করে বাস চালকসহ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে