রাণীনগর প্রেস ক্লাবে সহকারী কমিশনারের বিদায় ও বরণ অনুষ্ঠান

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৪:৫২ পিএম
রাণীনগর প্রেস ক্লাবে সহকারী কমিশনারের বিদায় ও বরণ অনুষ্ঠান

নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানকে বিদায় এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ হারনুর রশিদ এর সভাপতিত্বে এবং সম্পাদক সাহাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। অন্যদের মধ্যে বিদায়ী সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান,নবাগত সহকারী কমিশার নাবিলা ইয়াসমিন,উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম,অত্র প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম ও মো: ওহেদুল ইসলাম মিলন প্রমূখ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে