লৌহজংয়ে

পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৭ জেলের কারাদণ্ড, ৪১ হাজার টাকা অর্থদণ্ড

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম
পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৭ জেলের কারাদণ্ড, ৪১ হাজার টাকা অর্থদণ্ড

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ দিন নিষেধাজ্ঞা অভিযানে ৩৭ জন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫৭৪ কেজি মা ইলিশ জব্দ ও ইলিশ কেনা-বেচার দায়ে ১১ জনকে ৪১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম । তিনি বলেন এবার লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনে ৪৮ জন জেলে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৭ জনকে বিনাশ্রম কারাদণ্ড ও ১১ জনকে ৪১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং ৫৭৪ কেজি ইলিশ ও ৩০ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন ও জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ।

তিনি আরও জানান, অভিযানের শেষ দিনে শনিবার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ উদ্ধার করা হয়। অভিযানে আটককৃত ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসায় ও স্থানীয় দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা। এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ সদস্য নিরাপত্তা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে