ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবহেলিত ২৬ কুড়িগ্রাম-২ আসনে বিএনপির সবুজ সংকেত পাওয়ার প্রত্যাশী ৩ নেতা হলেন-কুড়িগ্রাম জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মোঃ মাহাবুব মিয়া।
এই ৩ নেতা ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী এলাকায় রীতিমতো মাঠ চষে বেড়াচ্ছেন। তারা সকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ নিজের জনপ্রিয়তা দিয়ে কুড়িগ্রাম-২ আসনের ৩ উপজেলা- কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলায় প্রচারণা চালাচ্ছেন।
এরমধ্যে কুড়িগ্রাম জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু কুড়িগ্রাম জেলা উন্নয়ন কমিটি, চর মন্ত্রণালয়ের দাবির কমিটি, নদী ভাঙন রোধ কমিটি, মাদক প্রতিরোধ কমিটির ব্যানারে জনসাধারণের মনোযোগ আর্কষণে মাঠে নেমেছেন। এসব সামাজিক সংগঠনের মাধ্যমে কুড়িগ্রাম-আসনের এলাকা গুলোতে তিনি ভোটারদের নজর কাড়ছেন।
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও এমপি প্রার্থী হওয়ার দীর্ঘদিনের লালিত স্বপ্নে মানুষের সঙ্গে পরিচিত সম্পর্ক দিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন। এতে তিনি ভোটারদের নজর কাড়ছেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মোঃ মাহাবুব মিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ বিবিসি বাংলায় দেয়া তারেক রহমানের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের ভিডিও ক্লিভ প্রজেক্টরের মাধ্যামে নির্বাচনী এলাকায় প্রচার করে ভোটারদের নজর কাড়ছেন।
চলতি মাসেই বিএনপির ২০০ আসনে মনোনয়ন প্রত্যাশীদের জন্য সবুজ সংকেত দেয়ার ঘোষণার আলোকে ইতোমধ্যে কুড়িগ্রাম-২ আসনের মনোনয়ন প্রত্যাশীূ এই ৩ নেতাকে রোববার (২৬ আক্টোবর) কেন্দ্র বিএনপি কার্যালয়ে ডাকা হয়েছে। তবে কে পাবেন দলীয় সবুজ সংকেত এই অপেক্ষা রয়েছে বিএনপি নেতাকর্মীসহ এখানকার বিএনপিমনা ভোটাররা।
উল্লেখ্য, কুড়িগ্রাম-২ আসনটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুর্গ হওয়ায় এই দুর্গ এবার জাতীয়তাবাদী দল বিএনপির দখলে নেয়ার জন্য অবিরাম চেষ্টা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী এই ৩ নেতাসহ বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৩ নেতার মধ্যে যাকে দল যাকে মনোনয়ন দিবে তার নির্বাচনী কাজে মাঠে নামবেন বিএনপির নেতা কর্মীরা।