কাপাসিয়ায় ফের যুবদল সভাপতির উপর সন্ত্রাসী হামলা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৭:১১ পিএম
কাপাসিয়ায় ফের যুবদল সভাপতির উপর সন্ত্রাসী হামলা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি শরীফের উপর ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পাশ্ববর্তী চালার বাজার থেকে বারিষাব রোডের মাঝপথে, 'হঠাৎ মার্কেট' সংলগ্ন মেইন রোডে একদল সন্ত্রাসী শরীফের ওপর অতর্কিতে এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শরীফের মোটরসাইকেলের গতিরোধ করে এবং এক পর্যায়ে এলোপাতাড়ি আক্রমণ চালায়। তাঁর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কাপাসিয়া থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র এবং যুবদল নেতা শরীফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। উল্লেখ্য, মাত্র তিন মাস আগেও একই স্থানে শরীফের ওপর চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। পুনরায় একই স্থানে এমন হামলার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে স্থানীয় বারিষাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার জানান, এ ধরনের হামলার ঘটনা কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার ষড়যন্ত্র হতে পারে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তার পরিবার ও দলের নেতাকর্মীরা প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে