মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কাহারোল উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু সরফরাজ হোসেন, কৃষি কর্মকর্তা মল্লিকা রাণী সেহান বীশ, সমবায় কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান ও শিক্ষা কর্মকর্তা এম কে এ জিন্নাত আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আইশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন।