দিনাজপুরের চিরিরবন্দরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের (ইউআরসি) সাবেক ইন্সট্রাক্টর বর্তমানে পাবতীপুর উপজেলায় কর্মরত ইন্সট্রাক্টর গোলাম ফারুক খান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্যতাজনিত কারনে ২৬ অক্টোবর রবিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি চিরিরবন্দর উপজেলার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আকতার জাহান নীনার স্বামী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে সকলের কাছে দোয়া কামনা করেছেন। মরহুমের নামাজে জানাযা ২৬ অক্টোবর রবিবার রাত ১০ টায় আব্দুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এরপর নিজ জেলা মুন্সিগঞ্জের পারিবারিক কবরস্থানে আজ ২৭ অক্টোবর দাফন করা হবে।