গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে একটি প্লাটফর্মে কাজ করার লক্ষ্যে এ মিলন মেলার আয়োজন করা হয়। বিশিষ্ট সাংবাদিক ও ৭নং রামজীবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হোপ এ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নরুন্নবী প্রামাণিক সাজু। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, পৌর জামায়াতের আমির মোঃ একরামুল হক। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শাহাজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু এ মান্নান, আকন্দ, শাহ রেদওয়ানুর রহমান, ইমান আলী মামুন, খিজির উদ্দিন, একেএম শামসুল হক, রেজাউল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক, শেখ মামুন-উর রশিদ, শাহীন মজুমদার প্রমুখ। বক্তারা উপজেলায় কর্মরত সাংবাদিকরা একত্রে একটি প্রেসক্লাবের অধীনে থাকার জন্য মতামত ব্যক্ত করে। পরে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।