সুন্দরগঞ্জে সাংবাদিকদের মিলন মেলা

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৮ এএম
সুন্দরগঞ্জে সাংবাদিকদের মিলন মেলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ  উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে একটি প্লাটফর্মে কাজ করার লক্ষ্যে এ মিলন মেলার আয়োজন করা হয়। বিশিষ্ট সাংবাদিক ও ৭নং রামজীবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হোপ এ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নরুন্নবী প্রামাণিক সাজু। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, পৌর জামায়াতের আমির মোঃ একরামুল হক। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শাহাজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু এ মান্নান, আকন্দ, শাহ রেদওয়ানুর রহমান, ইমান আলী মামুন, খিজির উদ্দিন, একেএম শামসুল হক, রেজাউল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক, শেখ মামুন-উর রশিদ, শাহীন মজুমদার প্রমুখ। বক্তারা উপজেলায় কর্মরত সাংবাদিকরা একত্রে একটি প্রেসক্লাবের অধীনে থাকার জন্য মতামত ব্যক্ত করে। পরে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে