মুক্তাগাছায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৩:৩৪ পিএম
মুক্তাগাছায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২৫ উপলক্ষে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মুক্তাগাছা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ণ প্রকল্প, এলজিইডি’র সহযোগিতায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্ল্যাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক আতিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাদেক মিয়া, সাংবাদিক ফেরদৌস তাজ প্রমূখ। অনুষ্টানে বক্তারা বলেন, হাত ধোয়ার মাধ্যমেই জীবানু প্রতিরোধ করা সম্ভব। সুন্দর ও সুস্থ সমাজ গড়তে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি হিসেবে হাত ধোয়াকে অভ্যাসে রুপ দিতে হবে। আরকে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসির অংশগ্রহনকারীদের হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে