ময়মনসিংহের ভালুকায় শাকিব হাসান (২৫) ও সিমান্ত (৩০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার মেদিলার মোড় নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারে কাছ থেকে ছিনতাই হওয়া একটি টয়োটা প্রাইভেটকার (নম্বর-ঢাকা মেট্রো-গ-২২-৩১৫১) উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি তদন্ত হুমায়ন কবির জানান, গত সোমবার রাতে ময়মনসিংহ শহরের আর,কে মিশন রোডের বাসিন্দা এমদাদুল হকের একটি টয়োটা গাড়ি (নম্বর-ঢাকা মেট্রো-গ-২২-৩১৫১) ভালুকা উপজেলার উপজেলার হাজির বাজার এলাকা থেকে ছিনতাই হয়। পরে গাড়ির মালিক সরকারী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে ভালুকা মডেল থানা পুলিশ মঙ্গলবার ভোররাতে উপজেলার মেদিলা মোড় থেকে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার তেরারিয়া গ্রামের মিঠু মিয়ার ছেলে শাকিব হাসান ও ময়মনসিংহ শহরের নওমহল এলাকার ইলিয়াস মিয়ার ছেলে সিমান্তকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টয়োটা প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে, মামলা প্রক্রিয়াধিন।