দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর সোমবার বাদ আছর বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে সদর রোড প্রদক্ষিণ করে।
পিআর সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে এক সমাবেশ করে। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, গাজীপুর-৪, কাপাসিয়া নির্বাচনী এলাকা হতে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা প্রমুখ।