দাকোপের কৈলাশগঞ্জে বসত বাড়ীর সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী রক্তাত্ব জখম হয়ে হাসপাতালে। এ ঘটনায় দাকোপ থানায় এজাহার দাখিল করা হয়েছে।
ভুক্তভোগী এবং থানায় দাখিলকৃত এজাহার সুত্রে জানা যায়, উপজেলার কৈলাশগঞ্জ গ্রামের মৃত কালীচরন বৈদ্যের পুত্র কৃষ্ণপদ বৈদ্যের সাথে বসত বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশী আব্দুর রহমান ওরফে সুরঞ্জন বৈদ্যের বিরোধ আছে। শুক্রবার বিরোধীয় সীমানায় সুরঞ্জন বৈদ্য পক্ষ কাজ করতে গেলে কৃষ্ণপদ বৈদ্যের স্ত্রী পূর্ণিমা বৈদ্য বাঁধা দেয়। এ সময় সুরঞ্জন বৈদ্য পক্ষ লাঠিসোটা ও হাতুড়ী দিয়ে তাঁকে আঘাত করলে পূর্ণিমা বৈদ্য রক্তাত্ব জখম হয়। খবর পেয়ে এগিয়ে গেলে তাঁর স্বামী কৃষ্ণপদকেও বেধড়ক মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে আহত দম্পতি দাকোপ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। পূর্ণিমার মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় কৃষ্ণপদ বৈদ্য বাদী হয়ে সুরঞ্জন ও তাঁর স্ত্রীর নামে দাকোপ থানায় একটি এজাহার দাখিল করেছে বলে জানা যায়।