দাকোপের তিলডাঙ্গায় ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পর সহযোগীতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১ টায় তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট (এমআরএসসি) খুলনার উদ্যোগে আয়োজিত সভায় মানব পাচারের সজ্ঞা, দালাল ও পাচারকারীদের কৌশল, মানব পাচারের বিভিন্ন রুট, প্রতিরোধে কার্যকর কৌশল এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউনিয়ন পরিষদ সচীব গোবিন্দ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জালাল উদ্দিন গাজী। সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা এমআরএসসির সেক্টর স্পেশালিষ্ট (ইকোনমিক রিইন্টিগ্রেশন) কাউন্সিলর শ্রাবন্তী সাহা। সভায় বিশেষ অতিথির আলোচনা করেন বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায়, বটবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ সরকার, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য হেলাল উদ্দিন সানা, রাফিজা বেগম, মোয়াজ্জেম মোল্যা, কামরুল ইসলাম, সঞ্জয় গোলদার, ক্ষিতিশ গোলদার, বিজলী বৈরাগী, স্থানীয় মন্দিরের পুরোহিত দেবাশীষ চক্রবর্তী। সভায় গ্রাম পুলিশ প্রতিনিধি, বিদেশ ফেরত নারী অভিবাসী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। সভায় মানব পাচারকে একটি ভয়াবহ সামাজিক সমস্যা উল্লেখ করে বক্তারা বলেন এটি প্রতিরোধে কেবলমাত্র সরকার বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয়নেতা ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাঁরা নিরাপদ ও বৈধ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে ঝঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করার উপর জোর দেন। পাশাপাশি তরুন প্রজন্মকে বৈধ কর্মসংস্থানের দিকে উৎসাহিত করা এবং ভুক্তভোগীদের জন্য আইনী সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলা হয়।