গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পাচ্ছন সাড়ে ১২ হাজার কৃষক

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৭:৩০ পিএম
গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পাচ্ছন সাড়ে ১২ হাজার কৃষক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে চলতি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ১২ হাজার ৩০০ কৃষক। এই উপলক্ষে সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। পরে একইস্থানে সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনী , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, গানিউল হক, , মিঠুন চন্দ্রসহ উপকারভোগী কৃষকরা।

প্রসঙ্গত: চলতি ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় গম সরিষা, শীতকালিন পিঁয়াজ, চিনা বাদাম, মসুর, খেসারি, অড়হল ফসলের আবাদ ও উৎপাদন  বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রানি—ক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। 

আপনার জেলার সংবাদ পড়তে