সালমান শাহ হত্যার বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:০৮ পিএম
সালমান শাহ হত্যার বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সালমান শাহ ভক্তদের মধ্যে বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা থাকায় এই মানববন্ধনে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (২৭ অক্টোবর) সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে সালমান শাহ ভক্ত ঐক্যজোট সিলেট-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা ন্যায়বিচার নিশ্চিত করা, মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং যথাযথ বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।

বক্তারা বলেন, “দীর্ঘ ২৯ বছর পরও সালমান শাহ হত্যাকাণ্ডের ন্যায়বিচার সম্পূর্ণ হয়নি। এ পর্যন্ত আসামিপক্ষ বারবার তদন্ত সংস্থাকে ব্যবহার করে ফরমায়েশি প্রতিবেদন তৈরি করিয়েছে, যা হত্যার প্রকৃত রহস্য উন্মোচনে বড় বাধা সৃষ্টি করেছে। আমাদের আশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে।”

মানববন্ধনে উপস্থিত ভক্তরা যথাযথ সামাজিক শৃঙ্খলা বজায় রেখে নীরব প্রদর্শন করেন। এ সময় তারা হাতে প্লাকার্ড ও ব্যানারে লিখিত বক্তব্য বহন করেন। অনেকের হাতে ছিল। ‘সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার চাই’, ‘আসামিদের দ্রুত গ্রেফতার করুন’ এবং ‘ন্যায়বিচার চাই’ লেখা প্লাকার্ড।

মানববন্ধনের শেষাংশে বক্তারা বলেন, “সালমান শাহের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়; এটি আমাদের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের জন্যও বড় ধাক্কা। আসামিরা যত দ্রুত সম্ভব গ্রেফতার না হলে এবং যথাযথ বিচার প্রক্রিয়া শুরু না হলে সমাজে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে