চৌগাছায় নবাগত ইউএনওকে প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:১৪ পিএম
চৌগাছায় নবাগত ইউএনওকে প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

যশোরের চৌগাছায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শাহিনুর আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর (দৈনিক ইত্তেফাক), সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান (দৈনিক আমার দেশ ও দৈনিক রানার), সাধারণ সমপাদক আজিজুর রহমান (দৈনিক আজকের পত্রিকা),  যুগ্ম-সাধারণ সমপাদক এম এ রহিম (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক প্রতিদিনের কথা), বাবুল আক্তার (দৈনিক মানবজমিন ও দৈনিক -পন্দন), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত (দৈনিক যায়যায়দিন), সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক (এফএনএস), সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. আব্দুস শুকুর (দৈনিক যশোর), দপ্তর সমপাদক রায়হান হোসেন (দৈনিক যশোর), সহ-দপ্তর সমপাদক লাবলুর রহমান (দৈনিক অভয়নগর), সাংগঠনিক সমপাদক শ্যামল দত্ত (দৈনিক কালবেলা ও দৈনিক প্রজন্ম একাত্তর), প্রকাশনা সমপাদক প্রভাষক আজিজুর রহমান (দৈনিক সময়ের আলো), সহ-প্রকাশনা আবু হানিফ (দৈনিক রুপান্তর প্রতিদিন), সাহিত্য সমপাদক আবু জাফর বিশ্বাস (দৈনিক জনতার ভোর), সহ-সাহিত্য সমপাদক মিজানুর রহমান (দৈনিক খোলা কাগজ), সহ-সাংস্কৃতিক সমপাদক মাস্টার আজম আশরাফুল (দৈনিক জনবানী), ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান (দৈনিক আমার সংবাদ), সহ-ক্রীড়া সমপাদক নাকিব খান (দৈনিক সংগ্রাম), ধর্ম সম্পাদক আব্দুল কাদের (দৈনিক বাংলার ভোর), পত্রিকা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক মানবকন্ঠ), সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কামাল (মোহনা টিভি),নির্বাহী সদস্য ফখরুল ইসলাম (সাপ্তাহিক সোনার বাংলা) সহ প্রেসক্লাব চৌগাছার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে উপজেলা আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা. নুরুল ইসলাম, উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা. নুরুজ্জামান আল মামুন, সহকারি সেক্রেটারী ও সাবেক পৌরপ্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, মাওলানা. গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, অধ্যক্ষ ড. আলা উদ্দীন ও মাস্টার ইমদাদুল হক ফুলেল শুভেচ্ছা জানান।

এ ছাড়াও বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান। চৌগাছার সকল রাজনীতবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন সামাজিক সংগঠন। চৌগাছা বাসি নবাগত ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবাগত উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ শাহিনুর আক্তারচৌগাছা উপজেলাকে সার্বিক উন্নয়নে সকলের একান্ত সহযোগীতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে