গুলশানে বিএনপির বৈঠকে ডাক পেলেন মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক মিলন

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ১২:১৪ পিএম
গুলশানে বিএনপির বৈঠকে ডাক পেলেন মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক মিলন

গাজীপুর-৫ কালীগঞ্জ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে ডাকা হয়।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সঞ্চালনায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তাদের প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। এমনকি অনেক আসনে পাঁচ-ছয়জন থেকে শুরু করে ১০-১২ জন পর্যন্ত প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন। এতে ওই এলাকার বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও ভোটাররাও দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। তাই প্রার্থী নির্ধারণে চূড়ান্ত নির্দেশনা দিয়েছেন বিএনপি, যাতে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে পারেন। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন। দল যাঁকেই মনোয়ন দিক না কেন, তাঁর পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রথমে দলের দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য ও সাংগাঠনিক সম্পাদকরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বসেছেন। এরপর দলের মহাসচিব বিভিন্ন এলাকার প্রার্থীদের সঙ্গে বসছেন। সোমবার চূড়ান্তভাবে বৈঠকে বসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর চুড়ান্ত বৈঠকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা ডাক পেয়েছেন তারাই চুড়ান্ত বলে জানা গেছে। এদের মধ্যে আছেন গাজীপুর-৫ কালীগঞ্জ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, দেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

আপনার জেলার সংবাদ পড়তে