ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী ট্রোল প্লাজায় ২৮ অক্টোবর দুপুর ১২ টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চলন্ত বিআরটিসি বাসে আগুন ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান অগ্নিকান্ডের সত্যাতা নিশ্চিত করেছেন।
বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে ১১ টায় খুলনার উদ্দেশ্যে যাত্রী নিয়ে বাসটি উজিরপুরের ইচলালী টোল প্লাজায় আসলে যাত্রীরা ধূমা দেখে আত্মচিৎকার করেন। আমি গাড়ি ব্রেক করলেই আগুনের কুন্ডলী দেখতে পাই। সকল যাত্রীরা নিরাপদে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া- ব -১১-০০০৪ বাসটি মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট তাৎক্ষণিক ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়ন।
উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট অফিসার আব্দুর রশিদ জানান, আমরা খবর পেয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনক সক্ষত হয়েছে। কোন হতা হতর ঘটনা ঘটে নাই।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, রাস্তর যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়কে দুই পাড়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ২ ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।