দৌলতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:০৭ পিএম
দৌলতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই "এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পরিষদ কতৃক শারীরিকভাবে চলাচলে অক্ষম প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম,বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক 

আব্দুল হালিম আকাশ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিন উপজেলার বিভিন্ন এলাকার ৪৩ জন প্রতিবন্ধীকে এই চেয়ার দেওয়া হয়। এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে বলে মনে করছেন আয়োজকেরা।

আপনার জেলার সংবাদ পড়তে