পাবনা-৩ আসনে এমপি প্রার্থী রাজা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:১৩ পিএম
পাবনা-৩ আসনে এমপি প্রার্থী রাজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে এমপি প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা। ইতোমধ্যে তিনি পাবনা-৩ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রচারণার শুরুতে রাজা বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে নামেন। ঘুষ,দূর্নীতি,চাঁদাবাজ,দখলবাজ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি প্রচারনা শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় প্রার্থীর জন্য মাঠে নামেন। স্থানীয় প্রার্থীর দাবিতে ক্যাম্পেইন শুরু করেন। এ অবস্থায় দলীয় মনোনয়ন পাওয়ার আশা ক্ষীণ হয়ে গেলে তিনি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দেন। 

আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা মঙ্গলবার (২৮ অক্টোবর) জানান,তিনি নির্দলীয় অথবা দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন এটাই চূড়ান্ত। তিনি বলেন,চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরের সাধারণ মানুষকে আমি জাগিয়ে তুলেছি। বিগত দিনে যারা প্রার্থী হয়ে এমপি হয়েছেন,তারা কেউই এলাকার উন্নয়নে মনোযোগি ছিলেন না,তারা নিজেদের উন্নয়ন করেছেন। আর ভাড়াটিয়া কাউকে চাটমোহরবাসী চায়না। রাজা বলেন,ইতোমধ্যে আমাকে অনেক এলাকা থেকে নির্বাচন করার জন্য আহবান জানানো হেেয়ছে। আমি নির্বাচন করবো। এই অঞ্চলের পা ফাটা সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনে লড়বো। এটা নির্দদলীয়ও হতে পারে, আবার দলীয়ও হতে পারে। আমাকে তিনটি দল নির্বাচনের জন্য অফার করেছে। আমি অবশ্যই ভালোটা বেছে নিবো। আমি নির্বাচনে আছি এবং থাকবো এটাই ফাইনাল। এজন্য তিনি সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।   

আপনার জেলার সংবাদ পড়তে