কলমাকান্দায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:৫৯ পিএম
কলমাকান্দায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক বর্নাঢ্য মিছিলের আয়োজন করা হয়।

সোমবার (২৮ শে অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচীর আলোকে সারাদেশের ন্যায় কলমাকান্দা উপজেলা যুবদলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক বর্নাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছে।

নানা রং বেরঙে সজ্জিত হয়ে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে ঢল নেমে আসে প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিছিলে। সারাবাজার প্রদিক্ষণ শেষে বিএনপির পার্টি অফিসে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় মিছিলের অগ্রভাগে  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ নাজিম, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সুলাইমান হক ও যুগ্ম আহবায়ক সহ আট ইউনিয়নের সকল নেতাকর্মীগণ।

আপনার জেলার সংবাদ পড়তে