কাহারোলে মাঠ দিবস

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৪:০৫ পিএম
কাহারোলে মাঠ দিবস

মঙ্গলবার দুপুর ১২ টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঈশ্বানপুর গ্রামে আর্লি জাতের-৪৫ শিমের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস প্রযুক্তি উচ্চ মূল্যে ফসল উৎপাদন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ। প্রধান অতিথি ছিলেন, মোঃ শাহআলম মিয়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা খামারবাড়ি দিনাজপুর, বিশেষ অতিথি ছিলেন মোঃ গোলাম সারোয়ার, সিনিয়র মনিটরিং কর্মকর্তা, খামার বাড়ি দিনাজপুর। এসময় উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ তোফায়েল আহম্মেদ ও মোঃ মেহেদি হাসান।

আপনার জেলার সংবাদ পড়তে