হোমনায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা প্রচার

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৪:২০ পিএম
হোমনায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা প্রচার

কুমিল্লা হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের মুক্তির রূপরেখা ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, হোমনা কলেজের প্রতিষ্ঠাকালিন ভিপি অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা আরেক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহরকে সঙ্গে নিয়ে গতকাল মঙ্গলবার রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা প্রচার কার্যক্রম পরিচালনা করছেন। 

দিনের শুরুতে নেতৃবৃন্দ কুমিল্লা-২ আসনের অবিসংবাদিত নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য মরহুম এম কে আনোয়ার এবং তার সহধর্মিণী মাহমুদা আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ করে জিয়ারত করেন। কবরের পাশে দাঁড়িয়ে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা জানান, এম কে আনোয়ার ছিলেন এই অঞ্চলের মানুষের অধিকার, উন্নয়ন ও গণতান্ত্রিক চেতনার প্রতীক।

এরপর হোমনা পৌরসভার এলাকায় ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কার্যক্রমের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, কেন্দ্রীয়  যুবদলের সাবেক ত্রাণ ও  পূর্নবাসন বিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি, ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সিরাজ মিয়া, পৌর কৃষক দলের সভাপতি আক্তার হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন সরকার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মাইনুদ্দিন সরকার ও হোমনা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. নাঈম প্রমুখ। বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। প্রচারণা এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করে। নেতাকর্মীরা জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।

পরে তারা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, তারেক রহমানের ৩১ দফা জাতিকে নতুন করে আশা দেখাচ্ছে। আমরা জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আছি। 

মো. জহিরুল হক জহর বলেন, মানুষ আজ ন্যায়বিচার ও ভোটাধিকার ফিরে পেতে চায়। বিএনপির রূপকল্প তাদের সেই পথ দেখাবে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি কুমিল্লা-২ এর রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে; এবং এ আসনের বাইরের কোনো বহিরাগত অথবা ভাড়াটিয়া প্রার্থীকে বয়কট করে আগামী নির্বাচনে জনগণ বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে।

আপনার জেলার সংবাদ পড়তে