দিনাজপুরের চিরিরবন্দরে ৫ দিন ব্যাপী ১৩০ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ অক্টোবর সোমবার দিবাগত রাত ৮ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্কাউটস এর আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ৫ দিন ব্যাপী ১৩০ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর ক্যাম্প ফায়ার ও সমাপনী করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
উপজেলা স্কাউটস এর কমিশনার প্রধান শিক্ষক হেলাল সরকারের সভাপতিত্বে এসময় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক সৈকত হোসেন (সিএলটি), সাবেক সহকারি জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র অধিকারী, দিনাজপুর জেলা স্কাউটস এর সহকারি কমিশনার (আইসিটি) মোরশেদ উল আলম, প্রশিক্ষক ইয়াকুব আলী এএলটি, প্রশিক্ষক আতাউর রহমান সিএলটি, প্রশিক্ষক প্রফুল্ল কুমার বর্মণ সিএলটি, প্রশিক্ষক জাকিয়া পারভীন, রওশন আরা চৌধুরী, চিরিরবন্দর উপজেলা সাবেক স্কাউটস সম্পাদক লুৎফর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ আফছার আলী। কোর্সে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারসহ ৪৫ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহন করেন।