বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৬:১১ পিএম
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা হয়। যুক্তরাজ্যের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের গুরুত্বের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।  

সাক্ষাতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল।  

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আসন্ন নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রস্তুতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”  

তিনি আরও বলেন, “নির্বাচনকালীন সময়ে একটি অন্তর্বর্তী সরকারের কাঠামোতে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কাজ করার বিষয়টিও আলোচনায় এসেছে।”  

বিএনপি সূত্রে জানা যায়, এটি ছিল সারাহ কুকের সঙ্গে দলের শীর্ষ নেতাদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানও বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন।  

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

আপনার জেলার সংবাদ পড়তে