দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের বাস্তবায়নে রিভার্স ওসমোসিস প্লান্টের (আরও) উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নাগর গ্রামে এই আর ও প্লান্টের উদ্বোধন ও সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। স্থানীয় সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম সাহেব সানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন নবলোকের সহপরিচালক কর্মসূচী এম মোস্তাফিজুর রহমান সেতু। বক্তৃতা করেন হিউম্যানটেকার জার্মানীর কনস্ট্রাকশন কনসালটেন্ট রেবেকা ট্রেইগার, সিসিডিবি’র টেকনিক্যাল ম্যানেজার রাহাতুল আশেকীন, ম্যানেজার মিল রুবায়েত করিম, দাকোপে প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, ভূমিদাতা ও ইউপি সদস্য হাবিবুর রহমান সানা ও শেখ ইমরান হোসেন যুবরাজ। কনসোটিয়াম মেম্বর এএসডি সিসিডিবি এবং ডিয়াকোনি ক্যাটাসট্রোফেন হিলফে জার্মানীর অর্থায়নে স্থাপিত আরও প্লান্টটি হতে ঘন্টায় ১ হাজার লিটার পানি পাওয়া যাবে।